জঙ্গিবাদের বিরুদ্ধে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন
এবার সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিয়েছেন কক্সবাজারের মাদরাসা শিক্ষকরা। মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন কক্সবাজার জেলা শাখার ব্যানারে মানববন্ধন করেছেন মাদরাসা শিক্ষকগণ।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন করেন।এতে জমিয়াতুল মোদারেছিন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোছাইনের পরিচালনায় জেলার বিভিন্ন মাদরাসা থেকে আগত দুই হাজারের অধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের স্থান নাই। যারা ইসলামের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতামূলক কাজ করে তারা ইসলামের শত্রু। এরা নবীর দুশমন। শক্ত হাতে তাদের প্রতিহত করতে হবে। সবাইকে এক বাক্যে বলতে হবে আমরা জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই।
সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ কামাল হোছাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মুহাম্মদ জাফরুলাহ নূরী, অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী, অধ্যক্ষ মুহিবুল্লাহ, অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুক, অধ্যক্ষ আবুল হাছান আলী, অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা, অধ্যক্ষ মুহাম্মদ আইয়ুব, অধ্যক্ষ রুহুল কুদ্দুছ আনোয়ারী, অধ্যক্ষ আমির হোছাইন, অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ।
দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো চিফ শামসুল হক শারেক, জমিয়াতুল মোদারেছিন কক্সবাজার সদর উত্তরের সভাপতি উপাধ্যক্ষ নুরুল আবছার কাদেরী, উপাধ্যক্ষ শফিউল হক জিহাদী, কুতুবদিয়া উপজেলা সেক্রেটারি হাছান কুতুবী, মহেশখালী দক্ষিণের সভাপতি ছিদ্দিক আহমদ, মহেশখালী উত্তরের সভাপতি মুহাম্মদ মুবিন, টেকনাফের সেক্রেটারি মোস্তাক আহমদ, কক্সবাজার সদর দক্ষিণের সভাপতি মনছুর আলম আজাদ ও রফিক বিন ছিদ্দিক প্রমুখ।
মানববন্ধনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ বেলাল উদ্দিন এবং মানববন্ধন শেষে মোনাজাত করেন হামিদুল হক মোজাদ্দেদী।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস