ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উপবৃত্তি পাচ্ছে ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী

প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৫ আগস্ট ২০১৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, সারাদেশে ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষার মানবৃদ্ধির লক্ষে সরকার সকল ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা কর্মকর্তা, এসএমসির সভাপতি, শিক্ষক ও সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার নামই দেশপ্রেম। প্রাথমিক শিক্ষা হলো বহুতল ভবনের ফাউন্ডেশনের মতো। ফাউন্ডেশন মজবুত না হলে যেমন ভবন ধসে পড়ার সম্ভাবনা থাকে তেমনি প্রাথমিক শিক্ষা মানসম্মত না হলে জাতিও দুর্বল হবে।

Tangail

মন্ত্রী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা কর্মকর্তা, এসএমসির সভাপতি, শিক্ষক ও সংবাদকর্মীদের নিজ নিজ অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এর আগে মন্ত্রী সদরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে মন্ত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত মুক্তির মঞ্চে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন খালিদ, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান প্রমুখ।

আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর