ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৫

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে পার্ক করে রাখা একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

তবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

শনিবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল যোগে কয়েকজন এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত সটকে পরে।

জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, বাসটি বরিশাল -মাদারীপুর রুটে চলাচল করতো। যাত্রী নামিয়ে টার্মিনালের সামনে পার্ক করে রাখা ছিল। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমএএস