গাজীপুর থেকে অপহৃত শিশু টাঙ্গাইলে উদ্ধার : আটক ৩
গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে অপহরণের শিকার দুই বছরের শিশু তাসমিম আক্তারকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন অপহরণকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা।
মঙ্গলবার সকালে শিশুটিকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার তেরিল্লা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. আনিছুর রহমান (১৮), একই উপজেলার বেলতলা গ্রামের মো. সিদ্দিক মিয়ার মেয়ে মোছা. স্মৃতি আক্তার (১৮) ও ঢাকার ডেমরা থানার সারলিয়া গ্রামের মো. অছিম উদ্দিন মিয়ার মেয়ে মোছা. ফাতেমা আক্তার (১৯)।
এ বিষয়ে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গত ২১ আগস্ট গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে শিশু তাসমিমকে অপহরণ করা হয়। পরে তারা শিশুটির বাবার মোবাইলে ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। না হলে শিশুটিকে হত্যার হুমকি দেয় তারা।
এ ঘটনায় নিখোঁজ শিশুর বাবা জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি নিখোঁজ শিশুকে উদ্ধারে র্যাবের সহায়তা চান।
মঙ্গলবার সকালে র্যাব উপজেলার বিরহাটি, ঘাটান্দি ও বেলতলা এলাকায় অভিযান চালায়। পরে ঘাটান্দি এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক ও শিশুটিকে উদ্ধার করে।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি