চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারের দশমাইল মহিলা মাদরাসার কাছে নছিমন ও পিকআপভ্যানের সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৫) নামের এক নছিমন চালক নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সদর উপজেলার খেজুরা গ্রামের মৃত নবিছদ্দিন মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ৯টার সময় রফিকুল ইসলাম নছিমনে কচুভর্তি করে ঝিনাইদহের ডাকবাংলা বাজারে যাচ্ছিলেন। উপজেলার বদরগঞ্জ বাজারের দশমাইল মহিলা মাদরাসার কাছে এলে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলে নছিমনচালক রফিকুল ইসলামের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে মরদেহ ময়না তদন্ত ছাড়াই নিহতের পরিবার দাফন করেছে।
সালাউদ্দিন কাজল/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ