ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে বিচারপতির বাড়িতে আগুন : বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত: ০২:২৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৫

বিচারপতি কাজী রেজা-উল হকের ফেনীর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার মামলায় ফেনী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ও র‌্যাব।

মঙ্গলবার দুপর আড়াইটার দিকে গোপন সংবাদের বিত্তিতে ফেনী শহরের রামপুর এলাকার জসিমের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

এদিকে অবরোধে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্নস্থান থেকে আরো ২৪ জন বিএনপি জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) জিয়াউল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

জসিম ধলিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সেক্রেটারি।

পুলিশ জানায়, জসিম চেয়ারম্যান বিচারপতি কাজী রেজাউল হকের বাড়িতে অগ্নিসংযোগের মামলাসহ ২টি মামলায় এজাহার ভুক্ত আসামি।

এর আগে ৯ জানুয়ারি শুক্রবার বিচারপতির বাড়িতে আগুন দেয়ার ঘটনায় ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল বাদী হয়ে ছাত্রদল-যুবদলের ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সহস্রাধিক নেতাকর্মীর বিরুেেদ্ধ মামলা দায়ের করেন

এমএএস