খালেদার জন্মদিনের অনুষ্ঠান থেকে ৮ বিএনপি নেতা-কর্মী আটক
চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের অনুষ্ঠান থেকে বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে নগরীর হালিশহর গলাচিপা পাড়া বারুণিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
হালিশহর থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগর বিএনপি’ লেখা ব্যানার, কেক, ছোরা, জিয়াউর রহমান-খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নিয়ে তারা জন্মদিন উদযাপনের জন্য জড়ো হয়। আমরা অভিযান চালিয়ে কিং আলী মামুনসহ আটজনকে আটক করেছি। ব্যানার-কেক-ছোরাসহ জিনিসপত্র জব্দ করা হয়েছে।
তিনি জানান, আমাদের কাছে খবর ছিল, বিএনপির নেতাকর্মীরা জন্মদিন উদযাপনের নামে জড়ো হয়ে নাশকতা করতে পারে। সেজন্য আমরা কিং আলীর অফিসের উপর নজরদারি বাড়িয়েছিলাম।
জাতীয় শোক দিবসের দিন জন্মদিন পালন নিয়ে ব্যাপক সমালোচনার মধ্য এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেক কাটাসহ সব ধরনের অনুষ্ঠান বাতিল করেন। এর মধ্যেও সোমবার বিকেলে জন্মদিনের ব্যানার ও কেক নিয়ে অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে নগরীর গলাচিপাপাড়ার বারুণীঘাটে স্থানীয় বিএনপি নেতা কিং আলী মামুনের অফিসে অভিযান চালায় পুলিশ।
আটক আটজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি প্রণব।
জীবন মুছা/এসএইচএস/এবিএস