ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দক্ষিণ-পশ্চিমে কঠোর অবস্থানে বিজিবি

প্রকাশিত: ১২:০০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৫

অবরোধে জানমালের ক্ষতি এড়াতে বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়ন মহাসড়কে টহল জোরদারসহ নিরাপত্তায় কার্যকরী ভূমিকা রেখে চলেছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইনশৃংখলা স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সবধরণের সহযোগিতাও করে চলেছে তারা।

রোববার দুপুরে বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ডিএসএম শহিদুল ইসলাম এ কথা জানান।

তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সরকারের অনুরোধে বিজিবি বিশেষ ব্যবস্থায় ও নিরাপত্তা দিয়ে পণ্যবাহী যানবাহনের পাশাপাশি শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, পঁচনশীল দ্রব্যাদি, পেট্রোলিয়াম/অক্সিজেন স্কর্ট এর মাধ্যমে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। এর ফলে যশোর-খুলনা এলাকার শিল্প কলকারখানাগুলো সচল রয়েছে এবং বেনাপোল স্থলবন্দর হতে আমদানিকৃত পণ্য দেশের বিভিন্নস্থানে যথাসময়ে পরিবহন করা সম্ভব হয়েছে। এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকার পেট্রোল পাম্টসমূহে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিজিবি’র উদ্যোগে পেট্রোল পাম্পের মালিকগণের সাথে যোগাযোগ করে তাদের জ্বালানি সরবরাহের বর্তমান অবস্থা এবং অনুরূপ বিজিবি  স্কর্টের প্রয়োজনীয়তা আছে কিনা তা নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিজিবি যেকোন মূল্যে দায়িত্বপূর্ণ এলাকার যান চলাচল স্বাভাবিক রাখা, স্থলবন্দর হতে পণ্য পরিবহন, পঁচনশীল পণ্য দ্রুত দেশের বিভিন্নস্থানে পরিবহন, জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করাসহ সীমান্ত সুরক্ষায় বদ্ধপরিকর। এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অবরোধ চলাকালে যশোরে একটি ট্রাক পেট্রলবোমা হামলার শিকারের বিষয়টি তিনি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বলেন, এ অঞ্চলের হাজার হাজার বাস ট্রাক নির্বিঘ্নে যাতায়াত করছে।

তিনি আরও জানান, বেনাপোল ও ভোমরা বন্দর থেকে পণ্য পরিবহণসহ এ অঞ্চলের মহাসড়কগুলোতে জননিরাপত্তা নিশ্চিত ছাড়াও এ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও করিডোর, মহাসড়কে স্থায়ীভাবে অবস্থান এবং টহল দিচ্ছে বিজিবি।

তিনি আরও উল্লেখ করেন, এছাড়া দক্ষিণ পশ্চিম রিজিয়নের আওতায় ৬টি ব্যাটালিয়নে ১২ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো প্রয়োজনে তারা মাঠে নামতে পারবে।  

এমএএস