ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুল সময়ে পার্কে অথবা আড্ডায় পেলেই আইনগত ব্যবস্থা

প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৯ আগস্ট ২০১৬

সন্ধ্যার পরে বিনা কারণে অভিভাবকবিহীন রাস্তায় ঘোরাফেরা এবং স্কুল চলাকালীন সময়ে পার্কে অথবা অন্য কোথাও আড্ডা দিতে দেখলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সরকারি বালক বিদ্যালয়ের হলরুমে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য এ ঘোষণা দেন।

jhalakati-govt

ঝালকাঠির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ সভার আয়োজন করে। এসময় প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রওশন আলী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. শামীম আল মামুন, সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম, সিনিয়র শিক্ষক সুলতান হোসেন, জাকির হোসেন প্রমুখ।
    
আতিকুর রহমান/এফএ/এমএস