ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তারেকের বিরুদ্ধে গাইবান্ধায় গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাসকিনুল হক মঙ্গলবার বিকেল ৩টার দিকে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান সিজু বাদী হয়ে একই আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ষড়যন্ত্রমূলক বিবৃতি দিয়েছেন। যা বিভিন্ন পত্রিকাসহ বিশ্ব মিডিয়ায় প্রচারিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি অপমানজনক এবং কুৎসা রটানোর মাধ্যমে গোটা বাঙালি জাতিকে মর্মাহত করেছে।

সুতরাং ৫০১/৫০৪/৫০৫ (ক) ধারার বিধান মোতাবেক দায়েরকৃত মামলায় অবিলম্বে তারেক রহমানকে বিদেশ থেকে এনে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানানো হয়।

মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক ও আনিসুর রহমান গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন।