ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কল্যাণপুর অভিযানে আহত রিগ্যানের পরিচয় মিলেছে

প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৬ জুলাই ২০১৬

রাজধানীর কল্যাণপুরে সোমবার রাতভর যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত ও একজন পালিয়ে গেছেন।

এদিকে আহত সন্দেহভাজন জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানকে (১৭) টিভিতে দেখে শনাক্ত করেছেন তার মা। সে বগুড়া শহরের জামিলনগর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে।

এ ঘটনায় বেলা আড়াইটার দিকে আহত জঙ্গি রিগ্যানের মা রোকেয়া বেগম ও বোন তানিয়া সুলতানাকে আটক করে থানায় নিয়ে গেছে বগুড়া সদর থানা পুলিশ।

রিগ্যানের মা রোকেয়া বেগম বগুড়া শহরের একটি ক্লিনিকে সেবিকা হিসেবে কাজ করেন।

আটকের পর রোকেয়া বেগম জাগো নিউজকে জানান, রিগ্যান ২০১৫ সালের ২৬ জুলাই কোচিং করতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন বগুড়া থানায় একটি জিডিও করা হয়। সে শহরের রেটিনা কোচিং সেন্টারে মেডিকেল কোচিং করতো। নিখোঁজ হওয়ার এক বছর পূর্তি হয়েছে আজ। এই সময়ের মধ্যে বাড়ির কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার। আজ টিভিতে দেখে জানতে পারি আমার ছেলে যৌথবাহিনীর অভিযানে আহত হয়েছে।

তিনি আরো বলেন, নিখোঁজের পর জিডি করেছি। অথচ তাকে খুঁজতে পুলিশের কোনো ভূমিকা ছিল না।

প্রসঙ্গত, সোমবার ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’ নামক একটি বাড়িতে ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্টোর্ম-২৬। এ সময় যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়েছেন।

লিমন/এমএএস/আরআইপি/এমএফ

আরও পড়ুন