দগ্ধ হেলপার মুরাদের মৃত্যু
অবরোধের মধ্যে যশোর শহরে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় বাসের আগুনে দগ্ধ হওয়ার পাঁচ দিনের মাথায় মারা গেলেন চালকের সহকারী মুরাদ। রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
এর আগে গত বুধবার মধ্যরাতে যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দৃর্বৃত্তরা। তার একটিতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছিলেন মুরাদ। আগুনে তার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল বলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, ঘটনার পর প্রথমে মুরাদকে যশোর আড়াই`শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরদিন রাতে মুরাদকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
মুরাদের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলায়। তিনি উপজেলার আউনআড়া গ্রামের তোরাব মোল্লার ছেলে।