কারাফটকে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৮ নেতা বহিস্কার
সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের আট নেতাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার বিকেলে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় এই আট নেতাকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত নেতারা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি হোসাইন আহমদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ-সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ (বালুচর) ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাস।
বহিস্কৃত সবাই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের অনুসারী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ছাত্রলীগ নেতাকর্মীরা। কারারক্ষীদের ভাষ্যমতে, এ সময় তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে অর্ধশতাধিক মোটরসাইকেল।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ছামির মাহমুদ/এএম/এমএস