ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইলিশের উৎপাদন বেড়েছে

প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৯ জুলাই ২০১৬

প্রজনন মৌসুমে জাটকা আহরণ কম হওয়ায় গত কয়েক বছরের তুলনায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের আমিষের চাহিদার ৬০ ভাগই মাছ ও মাছজাত পণ্য থেকে আসে। নদ-নদী, খাল-বিলসহ প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। কিন্তু মানবসৃষ্ট দূষণ ও কীটনাশক ব্যবহারের ফলে প্রাকৃতিক উৎস থেকে মাছের উৎপাদন কমছে।

তারপরও বর্তমান সরকার আমিষের চাহিদা মেটাতে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ প্রক্রিয়া বৃদ্ধি করছে। নিষিদ্ধ জালের ব্যবহার কমে আসছে। বাগেরহাটের প্রেক্ষাপটে বাগদা-গলদা চিংড়ি, সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন দ্বিগুণ হারে বাড়ছে।

সংবাদ সম্মেলনে জেলা মৎস্য অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শওকত আলী বাবু/এসএস/আরআইপি

আরও পড়ুন