ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা-ঢাকা রুটে যান চলাচল শুরু

প্রকাশিত: ০৩:৫৬ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের দ্বীতিয় দিনে এসে পুলিশি পাহারায় খুলনা-ঢাকা রুটে বাস চলাচল শুরু করেছে প্রশাসন।
অবরোধের প্রথম দিন থেকেই এই রুটে সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ পাহারায় বেশ কয়েকটি পরিবহনের বাস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

খুলনা জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছেন, অবরোধের কারণে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েছে। তাদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সভার সিদ্ধান্ত মোতাবেক বাস চলাচল শুরু করা হয়েছে।

উল্লেখ্য ৫ জানুয়ারি সমাবেশ কর্মসূচি করতে না দেওয়ায় সোমবার বিকেল থেকে সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দুদিন গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থেকে সোমবার বিকেলে খালেদা জিয়া পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে বের হতে চান। কিন্তু নিরাপত্তা বাহিনী কার্যালয়ের ফটকে তালা মেরে তাকে আটকে রাখে। পরে খালেদা জিয়া কার্যালয়ের ভেতরে সাংবাদিকদের কাছে এই টানা অবরোধ কর্মসূচি করেন।

গত শনিবার রাত থেকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য তার কার্যালয় ঘিরে রেখেছে।