ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
অধিক যানবাহন ও প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা ও আশপাশের ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে।
আশুলিয়া-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-চন্দ্রা এই দুই রুটের যানজট বঙ্গবন্ধু সেতু পর্যন্ত গিয়ে ঠেকেছে। সাভার, আশুলিয়া, ধামরাই, সব জায়গায় সোমবার সন্ধ্যা থেকে একই চিত্র। যানজট এতটাই তীব্র আকার ধারণ করেছে ১০-১২ ঘন্টায় ৫০ কিলোমিটারও পথ অতিক্রম করতে পারেনি অনেকেই।
মঙ্গলবার ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের গাড়িগুলো থেমে থেমে চললেও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়িগুলো চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এ ব্যাপারে ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোহন জাগো নিউজকে জানান, গাড়ির অতিরিক্ত চাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়িগুলো থেমে চলাচল করছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকাগামী গাড়িগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে এ অবস্থার উন্নতি হবে বলেও আশা করছেন তিনি।
আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর