ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে বন্যায় ৬০ হাজার মানুষ পানিবন্দী

প্রকাশিত: ০৩:০৬ এএম, ২৭ জুন ২০১৬

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি বেড়েছে। ফলে দেখা দিয়েছে আগাম বন্যা। পানিবন্দী রয়েছেন অন্তত ১৫ হাজার পরিবারের ৬০ হাজার মানুষ।

এদিকে, তিস্তা নদীর পানি বেড়েছে ৬ সে.মি. এবং ব্রহ্মপুত্র নদে ৬ সে.মি., দুধকুমারে ৩ সে.মি. কমেছে। এতে করে ব্রহ্মপুত্র অববাহিকার প্রায় দেড় শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে। পাশাপাশি পাট, সবজি, কলা ও আমন বীজতলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ইতোমধ্যে ভেসে গেছে বেশ কিছু পুকুর ও জলাশয়ের মাছ। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর, ঘোগাদহ, উলিপুরের সাহেবের আলগা, হাতিয়া, চিলমারীর রানীগঞ্জ, অষ্টমীর চর, নয়ারহাটসহ কয়েকটি ইউনিয়নের চর-গ্রামগুলোতে পানি ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

নাজমুল হোসেন/এসএস/এবিএস
 

 

আরও পড়ুন