ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৬ জুন ২০১৬

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মুক্তার বস্তিতে পুকুরে গোসলের করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ওই গ্রামের শিমুল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, রফিকুল ইসলামের ছেলে রাজু (৮) ও মেহের আলীর মেয়ে মেরিনা বেগম (৮)।

স্থানীয়রা জানায়, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মুক্তারবস্তি গ্রামের ৪ জন ছাত্র-ছাত্রী শিমুলপাড়া পুকুরের পাশে বইপত্র রেখে গোসল করতে থাকে। এ সময় হঠাৎ রাজু (৮) ও সহপাঠি মেরিনা বেগম (৮) পানিতে তলিয়ে যায়। পরে অন্য দুই শিশুর চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি সরেজমিনে গিয়ে শিশুদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি।

রবিউল এহসান রিপন/এফএ/আরআইপি

আরও পড়ুন