ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষিতে সরকারি বিনিয়োগ বাড়ানোর দাবি

প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৫ জুন ২০১৬

কৃষিতে ভ্যাট নয় সরকারি বিনিয়োগ বাড়ানোর দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে কেন্দ্রীয় কৃষক মৈত্রীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক মৈত্রীর উলিপুর উপজেলার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হায়বর আলী, সদর উপজেলার মধ্যকুমোর ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর আলম, অর্থ সম্পাদক এরশাদুল হক, সদস্য উজ্জলা রাণী, বিথী রাণী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার ক্ষমতায় থাকাকালীন বাজেটে কৃষি খাতে ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত নেয়া হচ্ছে, এতে  সাধারণ কৃষক সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এই সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানান তারা।

এছাড়াও কৃষিতে সরকারি বিনিয়োগ বাড়ানো, সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-গম ক্রয় করা, জিডিপি ৬%, কৃষি পণ্যের ন্যায্যমূল্য পাওয়া এবং নারী কৃষকদের স্বীকৃতি প্রদানের দাবি জানানো হয়।

নাজমুল হোসেন/এসএস/এমএস

আরও পড়ুন