প্রচলিত আইনে গুপ্ত হত্যাকারীদের বিচার হবে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, দেশের প্রচলিত আইনেই গুপ্ত হত্যাকারীদের দ্রুত বিচার করা হবে। হত্যাতাকারীদের সনাক্তকরণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল এ ইফতার মাহফিলের আয়োজন করেন।
মন্ত্রী বলেন, গুপ্ত হত্যার ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। আজকের খবরের কাগজেও এসেছে যে আনসারুল্লা বাংলা টিমের সদস্য ধরা পড়েছে। গুপ্ত হত্যাকারীদের গ্রেফতারে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রতিটি গুপ্ত হত্যা মামলার তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যেই প্রচলিত আইনে বিচার করা হবে।
আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ, আখাউড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাঈনুদ্দীন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।
আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস