নৌমন্ত্রীর আশ্বাসে ঠাকুরগাঁওয়ে যান চলাচল শুরু
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এর আশ্বাসের ভিত্তিতে ঢাকার সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের সব যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতারা রাত থেকে সকল কোচ চালানোর সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, গত সাতদিন ধরে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের সব বাস চলাচল বন্ধ ছিল। বাস শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অসন্তোষের কারণে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতাদের সিদ্ধান্তে ঢাকাগামী এসব বাস চলাচল বন্ধ ছিল।
ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন জানান, বুধবার রাতে নৌপরিবহনমন্ত্রী শাহজানান খান শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ককে ফোন দিয়ে আশ্বাস দেন যে আমাদের দাবি মেনে নেবেন। আর সকল নেতাকে একত্রিত হয়ে শুক্রবার ঢাকা এসে আলোচনায় বসার আহ্বান জানান।
রবিউল এহসান রিপন/এসএস/আরআইপি