ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহ ও নড়াইলে ৮১ জন গ্রেফতার

প্রকাশিত: ০৬:১৬ এএম, ১৩ জুন ২০১৬

দেশব্যাপী শুরু হওয়া পুলিশের সাঁড়াশি অভিযানের ৩য় দিনে ঝিনাইদহ ও নড়াইল জেলায় মোট ৮১ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলা থেকে ২ জঙ্গিসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে শৈলকুপা থেকে জেএমবি জঙ্গি ইউনুস আলী ও কালীগঞ্জ থেকে আল্লার দলের শাহিনুর রহমান শাহিনকে আটক করা হয়।

রোববার রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৮ জন জামায়াত-শিবির কর্মীও রয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে ঝিনাইদহে অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ২ জামায়াত কর্মীসহ ৪৮ জনকে আটক করেছে। রোববার রাত থেকে সোমবার সকাল ১১টা পর্যন্তু জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানাগেছে, সদর থানা থেকে ১ জামায়াত কর্মীসহ ১৯ জন, লোহাগড়ায় ১ জামায়াত কর্মীসহ ১৫ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতি থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
 
পুলিশ সুপার সরদার রকিবুল জানান, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী এ অভিযান অব্যহত থাকবে।

আহমেদ নাসিম আনসারী ও হাফিজুল নিলু/এফএ/আরআইপি