লক্ষ্মীপুর ও নীলফামারীতে ৫২ জন গ্রেফতার
সন্ত্রাস ও জঙ্গি দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে দেশের দুই জেলা লক্ষ্মীপুর ও নীলফামারী থেকে ৫২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবোবার দুপুর ১২টা পর্যন্ত এ দুই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, জেলার ৬টি থানা থেকে মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্ন মামলার পলাতক আসামি। এদের মধ্যে রায়পুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আমির হোসেন চুট্টুও রয়েছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
এদিকে, নীলফামারীতে জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ অভিযানে এক জেএমবি ও এক জামায়াতকর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম সূত্র মতে, বিশেষ সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে জেলার ছয় উপজেলার মধ্যে চার উপজেলা থেকে এদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নীলফামারী সদরে হত্যা মিশনের এক জেএমবি সদস্যসহ ৪ জন, ডোমারে ১ জন, কিশোরগঞ্জে এক জামায়াতকর্মীসহ ৫ জন ও সৈয়দপুরে ৫ জনসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। এছাড়া জেএমবির বিশেষ মামলায় ও নাশকতার অপর মামলায় জেএমবি সদস্য আমজাদ হোসেনকে (৪৫) জলঢাকা পৌর এলাকার ডাঙ্গাপাড়া মহল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন জাগো নিউজকে জানান, বিশেষ এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
কাজল কায়েস ও জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি