ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রমেকে আগুন : নামতে গিয়ে আহত ১০

প্রকাশিত: ১০:২৩ এএম, ০৯ জুন ২০১৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ৩নং মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কে দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন। এসময় সিড়ি দিয়ে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০ টার দিকে ৩নং মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক দেবেন্দ্র নাথ রায়ের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময়  ধোঁয়ায় পুরো ওয়ার্ড অন্ধকার হয়ে পড়ে। রোগী ও তাদের আত্মীয় স্বজন, ডাক্তার এবং  নার্সরা নিরাপদে নামার জন্য হুড়োহুড়ি শুরু করেন। এসময় রোগীর স্বজন ছালাম মিয়া, মোমেনা বেগম, রোগী বাবু মিয়া, এনামুল হক ও লায়লা বেগমসহ অন্তত ১০ জন আহত হন।
 
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আসাদ জানান, হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. দেবেন্দ্র নাথ রায়ের কক্ষে লাগানো এসিতে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুন ছড়িয়ে পড়ার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে ওই চিকিৎসকের কক্ষে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায় বলেও জানান তিনি।
 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আ.স.ম বরকতুল্লাহ জানান, কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

জিতু কবির/এফএ/পিআর