ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষা না দিয়েও জিপিএ ৫ : শিক্ষা কর্মকর্তাকে শোকজ

প্রকাশিত: ০৫:৩৫ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ না নিয়ে জিপিএ ৫ পাওয়ার ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী ভুইয়াকে শোকজ করা হয়েছে।

একই সাথে আবারও সংশোধনীয় ফলাফল প্রকাশের নিদের্শ দেয়া হয়েছে।

হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আবু সাঈদ জানান, জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন মঙ্গলবার রাতেই ওই শোকজে ৩ কার্য দিবসের মধ্যে সন্তোষজনক জবাব চেয়েছেন। অন্যথায় তাকে সাময়িকভাবে বহিস্কার করা হবে বলে উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী ভুইয়া’র সাথে যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

লালমনিরহাট জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন শোকজের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই উপজেলায় আবারও সংশোধনীয় ফলাফল প্রকাশ করা হবে।

উলে­খ্য, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাজ্জাদ ইসলাম সাকিব  নামে এক শিক্ষার্থী প্রাথমিক সমাপনী ( পিএসসি ) পরীক্ষায় অংশ না নিয়েও জিপিএ ৫ পেয়েছে।