ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাগঞ্জে ৫ গ্রাম প্লাবিত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:৫২ এএম, ০৭ জুন ২০১৬

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জোয়ারের প্রভাবে পায়রা ও শ্রীমন্তি নদীর পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে।

পানিতে তলিয়ে যাওয়া গ্রামগুলো হলো, পিপঁড়াখালী, সুন্দ্রা, কলাগাছিয়া, মির্জাগঞ্জ ও কালিকাপুর।

মঙ্গলবার উপজেলার পায়রা নদীর আয়লা-কানকি রামপুর বেড়িবাঁধ স্রোতের তোড়ে ভেঙে গেলে এসব এলাকা তলিয়ে যায়।

জানা গেছে, আমাবশ্যার জোয়ারের প্রভাবে ওই গ্রামগুলোতে পানি প্রবেশ করে। এদিকে জোয়ারের সময় নিন্মাঞ্চল ও বেড়িবাঁধের বাইরে বসবাসকারী মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়েন।

এদিকে পিপঁড়াখালী গ্রামের হাসান জামিল জানান, বেড়িবাঁধের বাইরে শতাধিক পরিবারের ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। উপজেলার শ্রীমন্ত নদীর দক্ষিণ ও উত্তর পাড়ের সহস্রাধিক পরিবারের বসত ঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন কয়েকশ মানুষ।

এদিকে মির্জাগঞ্জ থানার পেছনে শ্রীমন্ত নদীর বাধেঁর ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে দুইটি বিদ্যালয়সহ ৩০টি বাড়ি পানিতে সয়লাভ হয়ে গেছে।

এমএএস/আরআইপি