ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৪

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ দুর্ঘটনার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে নারায়ণগঞ্জ স্টেশন থেকে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে ওই রেলপথের যাত্রীরা।

রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় পড়া ট্রেন ও কাভার্ড ভ্যান রেললাইন থেকে সরানোর পর বিকেল ৫টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ট্রেন চলাচল শুরু হয়।

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ স্টেশনে একটি ট্রেন এসে পৌঁছায়। এটি ১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ ছাড়ার কথা ছিল। কিন্তু কমলাপুরের ওই দুর্ঘটনার কারণে সেটি চার ঘণ্টা পর স্টেশন ছাড়ে।

উল্লেখ্য, বেলা দেড়টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।