ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন

প্রকাশিত: ০৩:০৩ এএম, ০১ জুন ২০১৬

গাজীপুরের এক সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানান, গাজীপুরের নলজানী এলাকায় টার্গেট ফাইন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি সোয়েটার কারখানার সুতার গুদামে রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। আগুনের শিখা ও ধোঁয়া দেখে কর্মরত শ্রমিকরা দ্রুত কারখানা ভবন থেকে বেরিয়ে আসে।

কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন পুরো গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও টঙ্গীসহ পার্শ্ববর্তী বিভিন্ন ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার ভোর পর্যন্ত আগুন পুরোপুরি নেভানোর জন্য ড্যাম্পিংয়ের কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

তবে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে গুদামে রাখা সুতাসহ বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ জানা যায়নি।
                    
আমিনুল ইসলাম/এসএস/পিআর

আরও পড়ুন