রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
রাজশাহীর বাঘায় বজ্রপাতে মানিক হোসেন মণ্ডল (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মানিক হোসেন হামিদকুড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
আড়ানী পৌরসভার ৩ নম্বর হামিদকুড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে হামিদকুড়া মাঠে নিজ জমিতে ভুট্টার বীজ বপন করছিলেন মানিক হোসেন। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
সাখাওয়াত হোসেন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই যুবকের
- ২ পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা
- ৩ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারেক রহমানের পরিচয় ‘রাজনৈতিক কর্মী’
- ৪ সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
- ৫ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০