উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ
রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ট্রেন চাটমোহর লেভেলক্রসিং অতিক্রম করার সময় শেষের বগি লাইনচ্যুত হয়েছে। এতে রেললাইন ফেটে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা ৩৭ মিনিটে চাটমোহর রেলস্টেশন সংলগ্ন লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ সাময়িক বন্ধ থাকার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনের লাইনচ্যুত বগিটি সৌভাগ্যক্রমে লাইনের উঠে পড়লেও লাইন ফেটে গেছে। বগির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত বগি রেখে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
শেখ মহসীন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই যুবকের
- ২ পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা
- ৩ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারেক রহমানের পরিচয় ‘রাজনৈতিক কর্মী’
- ৪ সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
- ৫ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০