পুলিশের উপর হামলার ঘটনায় মামলা : গ্রেফতার ৩
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশের উপর হামলা এবং পুলিশ ভ্যান ভাঙচুরের অভিযোগে ৪৭ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করে।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আন্ধারীঝাড়ের খামার আন্ধারীঝাড়ে মাদক ব্যবসাকে কেন্দ্র করে আজমল হোসেনের বাড়িতে ২ ব্যক্তিকে আটকে রাখা হয়। এ খবর পেয়ে ভুরুঙ্গামারী থানার টহলদল ঘটনাস্থলে পৌঁছলে আজমলের নেতৃত্বে কিছু ব্যক্তি পুলিশের উপর হামলা চালায়। হামলায় এএসআই শামসুল, কনস্টেবল আমির হোসেন, বদিউজ্জামান ও গাড়ি চালক মোহাদ্দেছ আলী আহত হয়।
এসময় তারা পুলিশ ভ্যানটি ভাঙচুর করে। এ ঘটনায় এএসআই তপন চন্দ্র বাদী ২২ জনের নাম উল্লেখ পূর্বক ও অজ্ঞাতনামা ২০/২৫ জনের নামে রাতেই একটি মামলা দায়ের করেন।
ভুরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, সাবেক ইউপি সদস্য আয়নাল হক মন্ডল (৬২), আব্দুল হালিম (৪২) ও রফিক (৩৬)।
নাজমুল/এমএএস/আরআইপি