জামালপুরে নির্বাচনী সহিংসতার ঘটনায় তদন্ত কমিটি
জামালপুরের দেওয়ানগঞ্জে নির্বাচনী সহিংসতায় দুই শিশুসহ ৪ জনের মৃত্যুর ঘটনায় জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।
জানা যায়, শনিবার দুপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুঠিরচর এবতেদায়ী দাখিল মাদরাসা কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী শাকিলুজ্জামান রাখেলের সমর্থকরা জোরপূর্বক কেন্দ্রে ঢুকে সীল মারার চেষ্টা করলে বিদ্রোহী প্রার্থী মো. শাহজাহান মিয়ার সমর্থকরা তাতে বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে তা ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। প্রায় আধা ঘণ্টা স্থায়ী সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় ৪ জন নিহত ছাড়াও একজন পুলিশ কনস্টেবলসহ আহত হয়েছে অন্তত ৩০ জন। এঘটনায় পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
অপরদিকে, সরিষাবাড়ী উপজেলায় সাতপোয়া ইউনিয়নের শিশুয়া বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর মধ্যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন।
শুভ্র মেহেদী/এফএ/আরআইপি