এসএসসি
ঝালকাঠিতে ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ১৩ পর্যবেক্ষককে অব্যাহতি
ফাইল ছবি
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠিতে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে একজন কেন্দ্রসচিবসহ ১৩ জন পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও তাতে সহযোগিতার দায়ে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলার নলছিটি উপজেলার ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয়ে চারজন পরীক্ষার্থী ও আটজন শিক্ষক, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুজন পরীক্ষার্থী, কাঠালিয়া সদর ফাজিল মাদরাসায় একজন পরীক্ষার্থী ও দুজন শিক্ষক, আমুয়া চাঁদমিয়া ফাযিল মাদরাসায় তিনজন পরীক্ষার্থী ও তিনজন শিক্ষক এবং রাজাপুর উপজেলায় রাজাপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই যুবকের
- ২ পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা
- ৩ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারেক রহমানের পরিচয় ‘রাজনৈতিক কর্মী’
- ৪ সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
- ৫ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০