ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া সব টাকা-স্বর্ণালংকার উদ্ধার

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া ৬১ লাখ টাকা ৩৯ হাজার ৫২৯ টাকা, ১৬ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) রাতে নাটোর সার্কিট হাউজ এলাকা থেকে ২৪ লাখ ৬৬ হাজার টাকা, ১৬ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার করা হয়। একই রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক নারীর কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৩৬ লাখ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া সব টাকা-স্বর্ণালংকার উদ্ধার

পুলিশ জানায়, শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের পুলিশ কর্মকর্তারা অফিসে প্রবেশ করলে স্টোররুমের তালা ভাঙা দেখতে পান। বিষয়টি জানতে পেরে ঘটনাটি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান তারা। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইনসহ সেনাবাহিনী, পুলিশ, এসএসআই ,পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চুরির সময় আদালতের আশপাশের সিসিটিভি সংযোগ করা কম্পিউটারের হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর পুলিশের কয়েকটি টিম ও যৌথবাহিনী চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু করে। এসময় বরখাস্তকৃত একজন পুলিশ কনস্টেবলসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ।

নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া সব টাকা-স্বর্ণালংকার উদ্ধার

বিজ্ঞাপন

নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পুলিশের হেফাজতে থাকা ছাব্বির নামের এক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালানো হয়। শনিবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে নাটোর সার্কিট হাউজের প্রাচীরের নিচ থেকে ২৪ লাখ ৬৬ হাজার টাকা, ১৬ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার করা হয়। এছাড়া তার স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একজন পুলিশ কনস্টেবলের দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এ নিয়ে চুরি যাওয়া সব টাকা ও স্বর্ণালংকা উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে আটক হওয়া ছাব্বিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

বিজ্ঞাপন