নাটোরে ফার্নিচারের দোকান ও পাটের গুদামে আগুন

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের ফার্নিচারের দোকান ও পাটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোর ৬টার দিকে শহরের চাঁচকৈড় কাঠহাটায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
পুড়ে যাওয়া কাঠুরিয়া ফার্নিচারের স্বত্বাধিকারী ফাহাদ কবির শোভন জানান, অগ্নিকাণ্ডে কাঠের নকশা করা তিনটি মেশিন, ৩০ সেট খাট, ৫ সেট ওয়ারড্রপসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশের আব্দুর রাজ্জাক ফকিরের পাটের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। এতে তারও প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রেজাউল করিম রেজা/এমএন/এমএস
বিজ্ঞাপন