টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৭
কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপে ৫০ হাজার ইয়াবাসহ সাতজনকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে কোস্ট গার্ড ও র্যাব টেকনাফের ময়দানের ঘোলা সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোট থামিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়।
আটকরা হলেন, মোহাম্মদ ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ (২২)। তারা সবাই টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা।
জাহাঙ্গীর আলম/আরএইচ/জেআইএম