ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮ গরু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৯ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মশার কয়েল থেকে লাগা আগুনে আটটি গরু পুড়ে মারা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার পূর্বদেলুয়া গ্রামে তফিজ উদ্দিন নামের এক কৃষকের গোয়ালে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে রাতে তারা কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ৩টার দিকে হঠাৎ গরম অনুভব করে ঘরের বাইরে গিয়ে দেখেন গোয়াল ঘরে আগুন। এসময় তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই গোয়ালে থাকা আটটি গরু পুড়ে মারা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন কৃষক তফিজ উদ্দিন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের লিডার ছাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আমরা রাত ৩টা ৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। কিন্তু আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই কৃষকের আটটি গরু পুড়ে মারা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এম এ মালেক/জেডএইচ/এমএস

বিজ্ঞাপন