ফরিদপুরে রেমন্ড শপে আগুন, সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি
ফরিদপুর শহরের সুপার মার্কেটের বহুতল ভবনের রেমন্ড শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালের দিকে শহরের আলীমুজ্জামান বেইলি সেতু এলাকায় তিনতলা ভবনবিশিষ্ট রূপসা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে এক পথচারী মার্কেটটির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে জেলার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং একটি অ্যাডভাইজার দল ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
ভবনটির দ্বিতীয় তলায় অবস্থিত রেমন্ড শপের মালিক সুমন মুন্সি বলেন, আমার ব্যবসাপ্রতিষ্ঠানটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার অন্তত সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এন কে বি নয়ন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই যুবকের
- ২ পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা
- ৩ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারেক রহমানের পরিচয় ‘রাজনৈতিক কর্মী’
- ৪ সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
- ৫ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০