বান্দরবানে ৮ শ্রমিককে অপহরণ

বান্দরবানের লামায় ফের ৮ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম লুলাইন এলাকা থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এলাকাটি দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক বিহীন হওয়ায় অপহৃতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, লামার সরই ইউনিয়নের লুলাইন এলাকার তামাক ক্ষেতে কাজ শেষে খামার বাড়িতে ঘুমিয়ে যান শ্রমিকরা। পরে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় তাদের। এলাকাটি নেটওয়ার্ক বিহীন হওয়ায় আজ সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর থেকে এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের ঘটনার পর থেকে তাদের উদ্ধারে যৌথ অভিযান চলমান আছে।
জানা যায়, গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টা ও ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় একই ইউনিয়নের পির লুলাইং এলাকা থেকে দুই দফায় ১৪ জনকে অপহরণ করা হয়। এছাড়া ১৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের গয়াল মারা রাবার বাগান এলাকা থেকে ২৫ জন শ্রমিককে অপহরণ করা হয়। পরে মুক্তিপণের বিনিময়ে তারা ছাড়া পান।
বিজ্ঞাপন
নয়ন চক্রবর্তী/এমএন/এমএস
বিজ্ঞাপন