কাবা চত্বরে গাজাবাসীর জন্য কাঁদলেন জামায়াত নেতা ড. মাসুদ

পবিত্র ওমরাহ পালন করতে সপরিবারে সৌদি আরবে গেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ১০ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে ওমরাহ পালনের ফাঁকে পবিত্র কাবার চত্বর থেকে লাইভে আসেন ড. মাসুদ। এসময় তিনি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য অশ্রুসিক্ত কণ্ঠে হৃদয়বিদারক দোয়া করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘প্রিয় ফিলিস্তিন, প্রিয় গাজা। আমার ভাই ও বোনেরা, কাবার মালিকের কাছে দোয়া করছি—যেভাবে হস্তিওয়ালাদের দমন করা হয়েছিল, সেভাবে যেন আল্লাহ ফিলিস্তিনিদের হেফাজত করেন।’
অঝোরে কান্নায় ভেঙে পড়ে তিনি আরও বলেন, “আমরা কাবার চত্বরে থাকলেও আমাদের হৃদয় ফিলিস্তিনের সাথে। আমরা আসবো, আমরা গাজি হবো, শহীদের কাতারে থাকবো। ফিলিস্তিন হেরে গেলে হেরে যাবে গোটা পৃথিবী।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ড. মাসুদ বলেন, ‘তোমাদের বিজয়ের মধ্য দিয়েই মুসলিম উম্মাহর নতুন সূচনা হবে ইনশাআল্লাহ। আজ উম্মাহর একত্র হওয়া খুবই জরুরি। না হলে কেয়ামতের দিনে আল্লাহর কাছে কী জবাব দেবো?’
তিনি আরও বলেন, ‘আমার নিজের পরিবারের কথা বলতে মন চায় না। কাবার মালিকের কাছে শুধু বলি যেভাবে হস্তিওয়ালাদের ধ্বংস করেছিলেন, সামুদ জাতিকে শেষ করেছিলেন, তেমনি ইসরাইল ও নেতানিয়াহুর মতো নরপিশাচদের ধ্বংস করে দিন। আমিন।’
বিজ্ঞাপন
শফিকুল ইসলাম মাসুদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি পটুয়াখালী-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।
আব্দুস সালাম আরিফ/এসআর/জিকেএস
বিজ্ঞাপন