রাজশাহী
অতিরিক্ত ভাড়া আদায়ে হানিফ পরিবহনকে জরিমানা
কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।
এ বিষয়ে আলপনা ইয়াসমিন বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা। কিন্তু নন এসি ভাড়া হবে ৬৯০ টাকা।

তিনি বলেন, এছাড়াও অনেক যাত্রীদের কাছে থেকে ৯০০ থেকে ১০০০ টাকার বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীরা বিপাকে পড়ে বেশি ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছেন।
অভিযানে হানিফ পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেওয়ায় অভিযোগে হানিফ পরিবহনকে সতর্কতা করা হয়েছিল।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ
- ২ চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার
- ৩ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ৪ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৫ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী