ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এ সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে: টুকু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের দাবি বাংলাদেশের আপামর জনসাধারণের। মানুষ ১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার থাকার পরও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ ও জনগণ করেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষে আয়োজিত মিট দ্যা প্রেসে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টুকু বলেন, এ সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এ সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্ত বৃথা যাবে। যে উদ্দেশ্যে শহীদরা রক্ত দিয়েছেন, সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। কাজের ভোটের অধিকারের প্রতিষ্ঠার যে দাবি, যেটি আমি মনে করি যৌক্তিক সময়ে এ সরকার পদক্ষেপ নিবে। পরবর্তী সিদ্ধান্ত দল কী নিবে আমার পক্ষে বলা সম্ভব নয়।

তিনি বলেন, যারা দেশ থেকে পালিয়ে বিভিন্নভাবে পাশের দেশে গেছেন তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। সব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সেভাবে এদের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিবো।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জেআইএম

বিজ্ঞাপন