ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় পুলিশ বক্স স্থাপন করে দিলো প্রাণ আরএফএল গ্রুপ

প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৬ মে ২০১৬

মাগুরায় আইন শৃঙ্খলা জোরদার করণের লক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে দুটি পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় ও মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় পুলিশ বক্স দুটি স্থাপন করা হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লাইলা জলি প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার পুলিশ বক্স দুটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, প্রাণ আরএফএল এর প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Pran-RFL

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি সংসদ সদস্য কামরুল লাইলা জলি জানান, মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর একান্ত প্রচেষ্টায় বর্তমানে মাগুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। সিসি টিভি, পুলিশ বক্স, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার কথাও তুলে ধরেন তিনি।

সভায় মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ বলেন, পুলিশ মাগুরায় জনগণের বন্ধুত্ব অর্জন করতে শতভাগ স্বক্ষম হয়েছে। যার ধারাবাহিকতায় হাইওয়েতে আইনশৃঙ্খলা জোরদার করণের লক্ষেই পুলিশ বক্সগুলো স্থাপন করা হয়েছে।

এসময় মাগুরায় কর্মরত প্রাণ আরএফএল গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জনান, প্রাণ আরএফএল গ্রুপ শুধুমাত্র ব্যবসায়িক মনোভাব নিয়েই কাজ করে না। বরং সামাজিক দায়বদ্ধতাও তাদের মধ্যে কাজ করে।

আরাফাত/এমএএস/পিআর