বেশি ভাড়া নিয়ে জরিমানা গুনলো গ্রামীণ ট্রাভেলস

নির্ধারিত ভাড়ার চেয়ে ৪৩৯ টাকা বেশি নিয়ে ৫ হাজার টাকা জরিমানা গুনলো গ্রামীণ ট্রাভেলস। শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিআরটিএ সূত্র জানায়, রাজশাহী থেকে ফেনী যাওয়ার জন্য একজন যাত্রী টিকিট কেটেছিলেন গ্রামীণ ট্রাভেলস পরিবহনের একটি বাসে। তার কাছ থেকে ভাড়া নেওয়া হয় ১ হাজার ৮০০ টাকা। অথচ নিয়ম অনুসারে ভাড়া হওয়ার কথা ১ হাজার ৩৬১ টাকা। এই ঘটনা নিশ্চিত হওয়ার পর গ্রামীণ ট্রাভেলসে গিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে তিনি বাসের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশনা দেন।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/এএসএম
বিজ্ঞাপন