ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই মাসে সাগরে ছাড়া হলো এক হাজার ৭৭৩ কাছিম ছানা

উপজেলা প্রতিনিধি | টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৯ মার্চ ২০২৫

এ বছর প্রজনন মৌসুমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপকূলের সমুদ্র সৈকতে গত আড়াই মাসে এক হাজার ৭৭৩টি কাছিম ছানা সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়েছে।

কোডেক নেচার অ্যান্ড লাইফের প্রকল্প পরিচালক শীথল কুমার নাথ এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আড়াই মাসে সাগরে ছাড়া হলো এক হাজার ৭৭৩ কাছিম ছানা

তিনি বলেন, প্রতি বছরের মত এ বছরের কাছিমের প্রজনন মৌসুমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপকূল সমুদ্র সৈকত এলাকায় নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের পাঁচটি হ্যাচারির ১০৫টি কাছিমের বাসা থেকে গত আড়াই মাসে ১২ হাজার ৩৬৫টি ডিম সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি এক হাজার ৭৭৩টি ছানা সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমানে ডিম সংগ্রহের পাশাপাশি বাচ্চা অবমুক্ত করণের কাজ চলমান।

জাহাঙ্গীর আলম/এমএন/এমএস

বিজ্ঞাপন