ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুবিধাবঞ্চিত ২৫০ পরিবার পেলো শান্তিনীড়’র ঈদ উপহার

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৮ মার্চ ২০২৫

দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা ‘শান্তিনীড়’।

শুক্রবার (২৮ মার্চ) মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও কর্মহীন ২৫০টি অসহায় পরিবারের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছে সংস্থাটির স্বেচ্ছাসেবকরা। এসময় শাড়ি ও নগদ অর্থও বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, শান্তিনীড়ের উপদেষ্টা ও শিক্ষা উন্নয়ন বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, সংগঠনের উপদেষ্টা সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই সমিতি কক্সবাজারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপদেষ্টা মির্জা জসিম উদ্দিন, ঝংকার সংঘের সাবেক সভাপতি হেদায়েত উল্লাহ চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি এবং শান্তিনীড়ের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, আল হেরা সংস্থার সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

সংস্থাটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদের সঞ্চালনায় এসময় সংস্থাটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ বলেন, শান্তিনীড়’র নিয়মিত কার্যক্রমের অংশ সমাজের দুস্থ মানুষের মাঝে ঈদের পূর্বে ত্রাণ বিতরণ কার্যক্রম। যা বিগত ১৪ বছর চলমান। চাহিদার তুলনায় এ কার্যক্রম স্বল্প হওয়ায় অনেক গরীব ও অসহায়দের খালি হাতে ফিরিয়ে দিতে হয়। এটি আমাদের পীড়া দেয়।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও আমরা উপজেলার ২৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। এতে শান্তিনীড়ের সব সদস্য, উপদেষ্টা, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য ও শুভানুধ্যায়ীদের মাধ্যমে ফান্ড সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

এম মাঈন উদ্দিন/এমএন/এএসএম

বিজ্ঞাপন