ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:৫২ এএম, ২৬ মে ২০১৬

গাজীপুরের কালিয়াকৈরে মালেক স্পিনিং মিলে বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, কারখানার ব্লুরুমের একটি টিউব লাইটের বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে তুলা ও মেশিনপত্র পুড়ে প্রায় ১৫/২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে কেউ আহত হয়নি।
                    
আমিনুল ইসলাম/এসএস/এবিএস

আরও পড়ুন