ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দর্শনা রেলবন্দরে ৯ দিন পণ্য আমদানি বন্ধ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৮:২২ এএম, ২৭ মার্চ ২০২৫

মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ভারত থেকে কোনো পণ্য আমদানি হবে না। ফলে বন্দরের কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ থাকবে। দর্শনা রেল স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, ঈদুল ফিতর উপলক্ষে দেশে সরকার ঘোষিত দীর্ঘ ছুটির কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকবে। ফলে আমদানিকারকরা এলসি সংক্রান্ত লেনদেন সম্পন্ন করতে পারবেন না। এ কারণে বাংলাদেশ রেলভবন কর্তৃপক্ষের নির্দেশনায় দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ৯ দিন আমদানি কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দর্শনা রেলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে বন্দর সংশ্লিষ্ট কর্মচারী ও শ্রমিকরা নির্ধারিত সময়ের জন্য ছুটি কাটাতে পারবেন।

তবে দর্শনা ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা মো. রমজান আলি এবং কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এ ক্ষেত্রে সরকারি ছুটির কোনো প্রভাব পড়বে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হুসাইন মালিক/এফএ/এএসএম

বিজ্ঞাপন