বাহুবলে ট্রাকের ধাক্কায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের ধাক্কায় টমটমের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হন। তাবলিগ জামাতের সদস্য।
বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহতরা হলেন, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।
আহতরা হন, টাঙ্গাইলের আল-মামুন (৬৫), টমটম চালক উপজেলার মানিকা বাজার এলাকার মঞ্জুর উল্লার ছেলে বাচ্চু মিয়া (৩০)।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের চলিতাতলা জামে মসজিদে তাবলিগ জামায়াতে আসেন একটি কাফেলা। কাফেলার সদস্য ছিলেন, আব্দুল ওয়াহিদ ও মো. মারুফ। সকালে তারা টমটমযোগে চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে বাহুবল উপজেলার আদিত্যপুর মসজিদে যাওয়ার জন্য রওয়ানা দেন। সকাল ৯টায় আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২২-৯৪১৮) টমটমটিকে ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলে মারা যান।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস
বিজ্ঞাপন