ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চালকদের মারধর, আরিচা-কাজীরহাট নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৫ মার্চ ২০২৫

মানিকগঞ্জের আরিচা-কাজীরহাট নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছেন চালকরা। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টা থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এসময় যাত্রীরা বাধ্য হয়ে ফেরি ও লঞ্চে নদী পার হচ্ছেন।

দুজন স্পিডবোটচালক জানান, দ্রুত সময়ে নদী পার হওয়ার জন্য পশ্চিমাঞ্চলে যাত্রীরা অন্য নৌযানের পরিবর্তে স্পিডবোটে যাতায়াত করতে বেশি পছন্দ করে। দীর্ঘদিন এ নৌরুটে স্পিডবোট বন্ধ থাকার পর গত কয়ে মাস ধরে পুনরায় শুরু হয়েছে। নদীর মাঝখানে কোর্স্টগার্ডের সদস্যরা দুয়েকজন যাত্রী বেশি নিলে নির্মমভাবে মারধর করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চালকদের মারধর, আরিচা-কাজীরহাট নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ

স্পিডবোট মালিকরা জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে প্রতিটি বোডে ১২ জন যাত্রী নেওয়ার কথা। কিন্তু নদী শান্ত থাকায় দুই-তিনজন বেশি নিলে সমস্যা হয় না। কারণ তেল খরচ আর সব মিলে এ কয়জন যাত্রী নিলে মালিকদের লোকসান গুনতে হয়। আমরা চালকদের মারধরের ঘটনায় সুষ্ঠু সমাধান ও বিচার চাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও আরিচা নদী বন্দর কর্মকর্তা মো. সেলিম শেখ বলেন, এ সময় স্পিডবোট বন্ধ রাখলে যাত্রীদের দুর্ভোগে পরতে হবে। খবর পেয়ে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করেছি।

মো. সজল আলী/আরএইচ/এমএস

বিজ্ঞাপন